2014/04/05 Saturdayauthor: JummaNet事務局

২০১৪ টোকিও বৈ-সা-বি উৎসবে স্বাগতম

জাপানে পরবাসী জুম্ম ভাই-বোনদের ঐক্য এবং সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যে, পার্বত্য চট্টগ্রামে শান্তি আসার দীর্ঘ প্রার্থনা করে, আগামী এপ্রিল ১৩ তারিখ (রবিবার) ২০১৪ সনে টোকিও সহরের ইকেবুকুরো এলাকায় বৈ-সা-বি (বৈসুক-সাংগ্রাই-বিঝু) উৎসব আয়োজন করা হচ্ছে।  অতীত বচ্ছরের সব দুঃখকষ্ট গ্লানি মুছিয়ে দিয়ে, তাজা-খোলা মন নিয়ে নতুন বচ্ছর শুরু করবো।  এই বার কনও সংস্থার মাধ্যম না হয়ে, কিছু লোকাদের ব্যক্তিগত উদ্যোগে  অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। "পাজন," "দো-চুয়ানি" সহ বিভিন্ন প্রথাগত পাহাড়ি খাওয়াদাওয়া, বিভিন্ন জুম্ম সম্প্রদায়ের নাচ-গান, খেলাধুলা ইত্যাদি  উপলব্ধি করে অনেক আনন্দ করব।  আপনাদের আগমনের অপেক্ষায় থাকি।  

সময় - রবিবার ১৩ এপ্রিল ২০১৪ সনে, দুপুরে ১২.30 ঘটিকা থেকে বিকেলে ৪.০০ ঘটিকা পর্যন্ত
জায়গা - "চিহায়া বুঙ্কা সোযোকান (সংস্কৃতি কেন্দ্র)" ১ তালা "ওয়াশিছু" ("তাতামি" রুম)
 (ঠিকানা - টোকিও, টোশিমা-কু, চিহায়া ২-৩৫-১২ । টোকিও মেট্রো ইয়ুরাকুচো লাইনের "সেন-কাওয়া" স্টেশন থেকে হেঁটে ৭ মিনিট।)  
মানচিত্র - https://goo.gl/maps/PqMFL
খরচ -  ১,০০০ ইয়েন (খাওয়া - ড্রিঙ্ক সহ)
আসার আগে নিম্নক্ত ইমেইল ঠিকানা/ফোন নম্বরে জানাবেন।  
রান্নার কাজে সাহায্য দিতে পারলে সকালে  ৯টায় একই বিল্ডিঙের ২ তালার রান্নাঘরে আসুন।  

উদ্যোগে - ২০১৪ বৈসাবি কমিটি জাপান
সেকা চাকমা(chakma_0524@yahoo.co.jp 090-9349-3981)
টম এস্কিল্ডসেন(tom@thirdculture.com  090-2233-8980)